অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-২১, বিজ্ঞান
চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ-বৃদ্ধি- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ০৬ জুলাই ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ-বৃদ্ধি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৩। কোনটি ফুলের সাহায্যকারী স্তবক?
i. বৃতি ii. দলমণ্ডল iii. পুংস্তবক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ঘ. i ও ii
২৪ ফুলের অত্যাবশ্যকীয় স্তবক-
i. বৃতি ii. পুংস্তবক iii. স্ত্রীস্তবক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। ফুলের কাজ-
i. ফল তৈরি করে ii. বীজ তৈরি করে
iii. পরাগায়নে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। নতুন প্রকরণ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. স্ব-পরাগায়ন খ. পর-পরাগায়ন
গ. প্রাণী-পরাগায়ন ঘ. পানি-পরাগায়ন
২৭। কোন উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে না?
ক. সরিষা খ. কুমড়া
গ. ধুতুরা ঘ. পেঁপে
২৮। পতঙ্গপরাগী ফুল কোনগুলো?
ক. সরিষা, অর্কিড
খ. গোলাপ, শিমুল
গ. মাদার, কদম
ঘ. কুমড়া ও তাল
২৯। কোনটি বায়ুপরাগী ফুল?
ক. গোলাপ খ. লালপাতা
গ. সরিষা ঘ. গম
৩০। কোনটি গুচ্ছ ফল নয়?
ক. চম্পা খ. নয়নতারা
গ. আকন্দ ঘ. আনারস
৩১। কোনটি রসালো ফল নয়?
ক. আম খ. জাম
গ. কলা ঘ. সরিষা
৩২। কোনটি নীরস ফল নয়?
ক. শিম খ. ঢেঁড়স
গ. সরিষা ঘ. আম
৩৩। যৌগিক ফল হলো-
i. আনারস ii. কাঁঠাল iii. আম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। বীজের সুচালো অংশের নিকটস্থ ছিদ্রটি হলো-
ক. ভ্রƒণ মূল
খ. হাইপোকোটাইল
গ. মাইক্রোপাইল
ঘ. ট্যোমেন
৩৫। টেস্টা ও ট্যোমেন কোনটির স্তর?
ক. বীজপত্রের খ. ভ্রƒণের
গ. বীজত্বকের ঘ. ভ্রƒণমূলের
উত্তর : ২৩.ঘ, ২৪.গ, ২৫. ঘ, ২৬.খ, ২৭.ঘ, ২৮.ক, ২৯.ঘ, ৩০.ঘ, ৩১.ঘ, ৩২.ঘ, ৩৩.খ, ৩৪.গ, ৩৫.গ।